নিজাম হাজারীসহ ২৭১ জনের নামে আরো এক মামলা

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ দলটির ২৭১ নেতাকর্মীর নামে আরো একটি মামলা হয়েছে।

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ দলটির ২৭১ নেতাকর্মীর নামে আরো একটি মামলা হয়েছে। ৪ আগস্ট মহীপালে ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যান জাকির হোসেন সাকিব। মঙ্গলবার রাতে নিহতের মা কৌহিনুর আক্তার ফেনী মডেল থানায় মামলাটি করেন।

মামলায় নিজাম হাজারীকে প্রধান আসামি করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে ফেনী মডেল থানায় নিজাম হাজারীসহ ৪০০ জনকে আসামি করে আরো একটি মামলা করা হয়েছে।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক রিপন, শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁঞা, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহম্মেদ মুন্সী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিয়াউদ্দিন বাবলু, ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, নিজাম হাজারীর ব্যক্তিগত সহকারী মো. ফরিদ মানিক ওরফে পিএস মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফসারসহ ৭১ জন।

ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, এ মামলায় নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী ফরিদ মানিককে সোমবার আখাউড়া ইমিগ্রেশন থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে অতর্কিতভাবে গুলি করে অস্ত্রধারীরা। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। পরে আরো চারজন মারা যান।

আরও