ভারতে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা আটক

যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) আটক করেছে বিজিবি।

যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) আটক করেছে বিজিবি। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তিনি ট্যুরিস্ট ভিসায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করেন। তানজীব নওশাদ পল্লব যশোর শহরের পুরনো কসবার বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুলের ছেলে।

বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, তাদের কাছে তথ্য ছিল তানজীব নওশাদ বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবেন। তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে শার্শা ও বেনাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে ৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো নজরদারি।

আরও