মুন্সিগঞ্জে মেঘনায় ডাকাতের হামলায় জেলে নিহত

মুন্সিগঞ্জে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় নুরুল ইসলাম হাওলাদার (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন।

মুন্সিগঞ্জে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় নুরুল ইসলাম হাওলাদার (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ছোট ভাই মোহাম্মদ আলী হাওলাদার (২২)। রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার আঁধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নুরুল ইসলাম সদর উপজেলার আঁধারা ইউনিয়নের মিজিকান্দি গ্রামের মৃত সুবুদ আলী হাওলাদারের ছেলে।

নিহতের ছেলে সুমন হাওলাদার জানান, প্রতিদিনের মতো গতকাল রোববার সন্ধ্যায় ইফতার শেষে তার বাবা নিহত নুরুল ইসলাম ও চাচা মোহাম্মদ আলী হাওলাদার একসঙ্গে মেঘনা নদীতে মাছ ধরতে যান। পরে গভীর রাতে মাছ ধরে ফিরে আসার সময় ডাকাত দলের সদস্যরা তাদের নৌকায় হামলা চালিয়ে নগদ টাকা, মাছ ও জাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তার বাবা ও চাচা বাধা দিলে ডাকাতরা তাদের লাঠি দিয়ে আঘাত করে। এতে তার বাবা নূরুল ইসলাম হাওলাদার মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে যান। এরপর তাকে ফেলে দেয়া হয় নদীতে। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার চাচা মোহাম্মদ আলী হাওলাদারও গুরুতর আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ অঞ্চলের নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন বলেন, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত ডাকাত দলের সদস্যদের শনাক্তে চেষ্টা চালাচ্ছে পুলিশ। এছাড়া নদীতে মাছ ধরা ট্রলার ও জেলেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাড়ানো হচ্ছে নৌ-পুলিশের টহল ও নজরদারি।’

আরও