টেকনাফে অনুপ্রবেশের সময় ট্রলার ডুবে ১৪ রোহিঙ্গার মৃত্যু

বাংলাদেশে অনুপ্রবেশের সময় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গতকাল ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন সাগরে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার অনুপ্রবেশের সময় ডুবে যায়। পরে পাঁচ শিশুর মৃতদেহ গোলারচর সৈকতে ভেসে আসে। এর আগে টেকনাফ সাগর উপকূল থেকে শিশুসহ আরো নয়জনের মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে দুজনকে।

বাংলাদেশে অনুপ্রবেশের সময় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গতকাল ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন সাগরে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার অনুপ্রবেশের সময় ডুবে যায়। পরে পাঁচ শিশুর মৃতদেহ গোলারচর সৈকতে ভেসে আসে। এর আগে টেকনাফ সাগর উপকূল থেকে শিশুসহ আরো নয়জনের মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে দুজনকে।

উপজেলার সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, ‘ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন সাগরে মিয়ানমার থেকে রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার অনুপ্রবেশকালে ডুবির ঘটনা ঘটে। এতে পাঁচ শিশুর মৃতদেহ গোলারচর সৈকতে ভেসে আসে। পরে স্থানীয়রা উদ্ধার স্থানীয় এক মসজিদে নিয়ে আসে।’

স্থানীয় এক জেলে জানান, হাবির ছড়া ঘাটের শরীফ মাঝির ট্রলারে মিয়ানমার থেকে রোহিঙ্গা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে। এখনো রোহিঙ্গা বহনকারী কয়েকটি নৌকা সাগরে ভাসছে।

নৌকাডুবিতে উদ্ধার রোহিঙ্গা নারী তবেদিলা বেগম বলেন, ‘মিয়ানমারের ফয়েজিপাড়া ও আলী পাড়ায় মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধে বোমা হামলা হয়েছে। এতে অনেক লোকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই আমরা প্রাণে বাঁচতে টাকার বিনিময়ে বাংলাদেশে পালিয়ে এসেছি। নৌকায় আমার দুই মেয়েসহ চারজন সদস্য ছিলাম। ছোট মেয়ে ও এক নাতনির মৃতদেহ পাওয়া গেছে। বাকিদের খোঁজ মেলেনি এখনো। আমরা এ নৌকায় ৩১ যাত্রী ছিলাম। যারা গুলির মুখে পড়ে এখানে পালিয়ে আসতে রওনা করেছিলাম মিয়ানমার থেকে। আমাদের মতো অনেকে ওপার থেকে এপারে পালিয়ে আসছে।’

এদিকে সকালে মিয়ানমারে গুলিবিদ্ধ ও মর্টার শেল বিস্ফোরণে আহত অবস্থায় এক শিশুসহ ছয়জন রোহিঙ্গাকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রণয় রুদ্র। তিনি বলেন, ‘‌বিজিবির পক্ষ থেকে নিয়ে আসা আহতদের মধ্যে শিশুর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এদের দুজনকে কক্সবাজার পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা দিনরাত নাফ নদী ও সীমান্ত সড়কে টহল জোরদার করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী জানান, রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় ১৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আরো কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা বিজিবি হেফাজতে রয়েছেন।

আরও