ভিসি নিয়োগ দাবিতে ইবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় দ্রুত সংস্কারমনা ও দুর্নীতিমুক্ত উপাচার্য নিয়োগের দাবি জানান তারা। গতকাল শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল শেষে মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলে অবরোধ।

গত শুক্রবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকসংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এসএম সুইট বলেন, ‘অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে গেছে। কিন্তু অজ্ঞাত কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ নিয়োগে বিলম্ব হচ্ছে।’

আরও