জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত শিশুদের সহায়তা দেয়া হবে— উপদেষ্টা শারমীন মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ বলেছেন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত ১০৫ জন শিশুর প্রতিজনকে অন্তত ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী ও জনতাকে বিনামূল্যে হুইলচেয়ার ও হিয়ারিং এইড দেয়ারও ঘোষণা দেন তিনি।

আজ রোববার (৬ অক্টোবর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বর্তমান সরকারের দুমাস পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেকও উপস্থিত ছিলেন।

উপদেষ্টা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দের আবেদন বিশ্বব্যাংকে পাঠানো হয়েছে। এটি শিগগিরই অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানের আহত ও নিহতদের তথ্য অনলাইনে জমা দেয়ার জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যা ১৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে।

এছাড়া কর্মজীবী মায়েদের জন্য এরই মধ্যে ১২টি মানসম্মত ডে কেয়ার সেন্টার চালু করা হয়েছে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোতেও ডে কেয়ার কর্নার চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান শারমীন মুরশিদ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রমকে শক্তিশালী করতে ৬৪টি জেলায় কুইক রেসপন্স টিম গঠন এবং মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে। এ সম্পর্কিত সুপারিশ প্রদানের জন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

আরও