রাবিতে শিকারি সাংবাদিকতা বিষয়ক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে শিকারি সাংবাদিকতার উত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে শিকারি সাংবাদিকতার উত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মশিহুর রহমান। এরপর দর্শকদের মধ্যে থেকে প্রশ্ন নেয়া হয়। অধ্যাপক আ-আল মামুন এসব প্রশ্নের উত্তর দেন।

আরও