রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সুইডিশ রাজকন্যা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। গতকাল কক্সবাজারের উখিয়া ও নোয়াখালীর হাতিয়ার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। গতকাল কক্সবাজারের উখিয়া ও নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে এসব ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এদিন সকালে হেলিকপ্টারযোগে ভাসানচর এবং পরে দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন সুইডিশ রাজকন্যা। পরিদর্শনকালে ভাসানচরে রোহিঙ্গা শিশুদের স্কুল এবং রোহিঙ্গাদের জন্য স্থাপিত ২০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সুইডিশ রাজকন্যাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, এপিবিএনের ডিআইজি মো. আব্দুল্লাহীল বাকী, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকালে সড়কপথে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে নির্মিত দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন প্রিন্সেস ভিক্টোরিয়া। 

আরও