ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১,২২৫ জন হাসপাতালে ভর্তি

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বছরের সর্বোচ্চ ১ হাজার ২২৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫৯০ জনে।

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ বছর মশাবাহিত এ রোগে মৃত্যু বেড়ে হলো ১৮৬ জন।

গতকাল ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৬৫ জন, ঢাকা বিভাগে ২৬৭, ময়মনসিংহে ১৯, চট্টগ্রামে ১৬৯, খুলনায় ১১১, রাজশাহী বিভাগে ৪৭, রংপুর বিভাগে ৫৩ ও বরিশালে ৮৭ জন রোগী ভর্তি হয়েছে। সিলেট বিভাগে সাতজন রোগী ভর্তি হয়েছে একদিনে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩ হাজার ৬০৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৮১২ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৯১ জন।

এ বছর ভর্তি রোগীদের মধ্যে ২০ হাজার ৭৩৭ জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ৮৫৩ জন।

গত একদিনে যে চারজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, একজন খুলনা বিভাগ এবং একজন রাজশাহী বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সেপ্টেম্বরে দেশে সর্বোচ্চ ১৯ হাজার ২৪১ জন রোগী ভর্তি হয়। এ মাসে সবচেয়ে বেশি ৮৩ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরের প্রথম ছয়দিনে ৫ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ২৩ জনের।

এছাড়া জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৫৫ জন, মারা যান ১৪ জন; ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, মারা যান তিনজন; মার্চে হাসপাতালে ভর্তি হয় ৩১১ জন, মারা যান পাঁচজন; এপ্রিলে হাসপাতালে ভর্তি হয় ৫০৪ জন, মারা যান দুজন; মে মাসে হাসপাতালে ভর্তি হয় ৬৪৪ জন, মারা যান ১২ জন; জুনে হাসপাতালে ভর্তি হয় ৭৯৮ জন, মারা যান আটজন; জুলাইয়ে হাসপাতালে ভর্তি হয় ২ হাজার ৬৬৯ জন, মারা যান ১২ জন; আগস্টে হাসপাতালে ভর্তি হয় ৬ হাজার ৫২১ জন, মারা যান ২৭ জন।

আরও