এক মাসেই বিজিবির অভিযানে ২৫৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ২৫৩ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। রোববার (৬ অক্টোবর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিজিবির অভিযানকালে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২৬ কেজি ৭৫৩ গ্রাম স্বর্ণ, ১০ কেজি রূপা, ২ কেজি ৯৯৩ গ্রাম সাপের বিষ, ২ লাখ ৯৪ হাজার ৪৮২টি কসমেটিক সামগ্রী, ২৫ হাজার ৪৪২টি শাড়ি, ১১ হাজার ৬২০টি থ্রিপিস, শার্টপিস ও অন্যান্য পোশাক। এছাড়া আরো রয়েছে ৪০ হাজার ১৬ মিটার থান কাপড়, ১ হাজার ৯৭৮ ঘনফুট কাঠ এবং ২৪ হাজার ৬৬৭ কেজি চা পাতা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বিজিবি ৪ লাখ ৭৭ হাজার ৪৫০ কেজি চিনি, ৪ হাজার ৪১ কেজি সার, ১ লাখ ১১ হাজার ৯৮০ ঘনফুট কয়লা, ১২ হাজার ৯০০ মোবাইল ডিসপ্লে এবং ১ হাজার ৯৬০টি চশমাও জব্দ করেছে। এছাড়াও কয়েকটি যানবাহনসহ মোট ৯টি ট্রাক, ১৭টি পিকআপ, ৭টি প্রাইভেটকার এবং ২১টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানও জব্দ করা হয়েছে।

অস্ত্রের মধ্যে দুটি পিস্তল, একটি গান জাতীয় অস্ত্র, ১০টি ককটেল এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১২ লাখ ৮২ হাজার ৯৪৩ পিস ইয়াবা, ৯ কেজি ৪১৩ গ্রাম ক্রিস্টাল মেথ, ১৬ কেজি ৮৭৪ গ্রাম হেরোইন, ২৯ হাজার ১৬৪ বোতল ফেনসিডিল, ২০ হাজার ৬৩৮ বোতল বিদেশি মদ, ১,৯৯৮ কেজি গাঁজা, এবং ৮৯ হাজার ৪৪ প্যাকেট বিড়ি ও সিগারেট।

চোরাচালান ও মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ২৪১ জনকে আটক করা হয়েছে। সীমান্ত অতিক্রমের দায়ে ২৯৮ জন বাংলাদেশি ও ২৪ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এছাড়াও ১ হাজার ৬২১ জন মায়ানমারের নাগরিককে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

আরও