দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাট: জেলার ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মো. লিটু (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল দুপুরে ফকিরহাট উপজেলার কাকডাঙ্গায় প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন লিটু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

বাগেরহাট ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর

বাগেরহাট: জেলার ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মো. লিটু (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল দুপুরে ফকিরহাট উপজেলার কাকডাঙ্গায় প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন লিটু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

লিটু বাগেরহাট উপজেলার মাঝিডাঙ্গা গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খুলনা-মাওয়া মহাসড়কের পাশে কাকডাঙ্গা নামক স্থানে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন লিটু। এ সময় একটি প্রাইভেট কার লিটুকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থায় লিটুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

টাঙ্গাইল: জেলার ঘাটাইলে বাসচাপায় জমশের আলী (৭২) নামের এক ভিক্ষুক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার কদমতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জমশের আলী উপজেলার আঠারদানা উত্তরপাড়া এলাকার মৃত কামাল শেখের ছেলে।

এ ব্যাপারে ঘাটাইল থানার এসআই হাসান-উদ-দুল্লাহ বলেন, উপজেলার কদমতলী বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জমশের আলী। এ সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী অপরূপা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

আরও