কার্বন নিঃসরণ শূণ্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর সরকার— জ্বালানি উপদেষ্টা

কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। আমাদের নবায়নযোগ্য শক্তি উৎপাদনের পরিমাণ কম। যা মাত্র ২ শতাংশের কাছাকাছি। নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়াতে টেকসই উদ্যোগের ওপর জোর দেয়া হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে বড় পরিসরে উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ চলছে।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল দশটায় র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে 'বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরাম-২০২৪' এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম. ফাওজুল কবির খান।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা লুৎফে সিদ্দিকী বলেন, উদ্যোক্তা হিসেবে এবং ব্যবসা হিসেবে এটি গুরুত্বপূর্ণ যে, আমরা কীভাবে পণ্য উৎপাদন করি। সবচেয়ে কম খরচে উৎপাদন করাটাই কেবল বিবেচ্য বিষয় নয়। জলবায়ু পরিবর্তন একটি বাস্তব ঝুঁকি যা আমাদের অবশ্যই মনে রাখা দরকার। আমাদের এটিকে কেবল কমপ্লায়েন্স ইস্যু হিসেবে বিবেচনা করা উচিত নয় বরং সঠিক ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে বিবেচনা করা উচিত।

অনুষ্ঠানে বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে সংলাপ, সহযোগিতা এবং কার্যকরী কৌশলসমূহ গ্রহণ ও বাস্তবায়নের পথ প্রশস্ত এবং ত্বরান্বিত করার জন্য সারা বিশ্ব থেকে প্রায় ৪৫০ জন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও