মুন্সিগঞ্জে ১ হাজার ৪০০ কেজি অবৈধ জাটকা ইলিশ জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের মিরকাদিমে একাধিক মৎস্য আড়তে যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৪০০ কেজি অবৈধ জাটকা ইলিশ জব্দ করেছে সদর উপজেলা মৎস্য অধিদপ্তর ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের মিরকাদিমে একাধিক মৎস্য আড়তে যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৪০০ কেজি অবৈধ জাটকা ইলিশ জব্দ করেছে সদর উপজেলা মৎস্য অধিদপ্তর ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত দুই ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করে রাখা বেশ কয়েকটি মাছের আড়ৎ থেকে ৩৫ মণ জাটকা উদ্ধার করা হয়েছে।

অভিযানের শুরুতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে যায়। এতে কাউকেই আটক করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।

পরে জব্দকৃত জাটকা আড়ৎ থেকে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাসহ দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান বণিক বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত প্রতি বছর ৮ মাস ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ ক্রয় বিক্রয়, মজুদ এবং ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা অবৈধভাবে জাটকা শিকার করছে। ফলে বিভিন্ন মৎস্য আড়ৎ ও নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এতে প্রায়ই জব্দ করা হচ্ছে বিপুল পরিমাণ জাটকা, আটক করা হচ্ছে এর সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের। বর্তমানে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরে রাখতে অভিযান অব্যাহত থাকলেও জেলে ও ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা অমান্য করায় চলতি মৌসুমে ইলিশের উৎপাদন ব্যাহত হতে পারে।

আরও