অভ্যুত্থানে হতাহত শিশুদের সহায়তা দেয়া হবে —মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত ১০৫ জন শিশুর প্রতিজনকে অন্তত ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে।’ এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী ও জনতাকে বিনামূল্যে হুইলচেয়ার ও হিয়ারিং এইড দেয়ারও ঘোষণা দেন তিনি।

গতকাল মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বর্তমান সরকারের দুমাস পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেকও উপস্থিত ছিলেন।

উপদেষ্টা জানান, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ৫ মিলিয়ন ডলারের একটি বরাদ্দের আবেদন বিশ্বব্যাংকে পাঠানো হয়েছে। এটি শিগগিরই অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।

আরও