সাতক্ষীরায় কেজিতে ৫০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম

সাতক্ষীরায় হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। দুদিনের ব্যবধানে কেজিতে ৪০-৫০ পর্যন্ত বেড়েছে।

সাতক্ষীরায় হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। দুদিনের ব্যবধানে কেজিতে ৪০-৫০ পর্যন্ত বেড়েছে। গতকাল পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হয় ২২৫-২৩০ টাকা, যা দুদিন আগেও বিক্রি হয়েছে ১৮৫-১৯০ টাকা কেজি দরে। গতকাল জেলা সদরের বাণিজ্যিক মোকাম সুলতানপুর বড় বাজারের কয়েকটি আড়ত ঘুরে এ তথ্য জানা গেছে।

ভোমরা বন্দর দিয়ে আমদানি কমে যাওয়ায় মসলা জাতীয় এ পণ্যটির দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।

সুলতানপুর বাজারের মেসার্স নিউ সরদার ভাণ্ডারে গতকাল কাঁচামরিচ পাইকারি বিক্রি হয়েছে ২২৫-২৩০ টাকা কেজি দরে। দুদিন আগেও মরিচের দাম ছিল প্রতি কেজি ১৮৫-১৯০ টাকা।

হঠাৎ দাম বাড়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হারুনার রশিদ জানান, বাজারে যে পরিমাণ কাঁচামরিচ বিক্রি হয়, তার ৯৫ শতাংশ আসে ভোমরা বন্দরে আমদানির মাধ্যমে। কিন্তু তিন-চারদিন ভোমরা বন্দরে পণ্যটি আমদানি কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। তবে আমদানি বাড়লে দাম কমে যাবে বলে জানান তিনি।

নূর ভাণ্ডারের মালিক আসলাম হোসেন গতকাল কাঁচামরিচ বিক্রি করেন প্রতি কেজি ২৪৫-২৫০ টাকা দরে। দুদিন আগেও মরিচ বিক্রি করেছেন ২০০ টাকা কেজি দরে। তিনি বলেন, ‘পাইকারিতে দাম বাড়ায় তার প্রভাব পড়ছে খুচরা বাজারেও।’

ভোমরা বন্দরের কাঁচামরিচ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ছোঁয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গণেশ চন্দ্র বলেন, ‘পশ্চিমবঙ্গের বেশকিছু এলাকায় বন্যা ও ভারি বৃষ্টি হওয়ায় সেখানকার বাজারেই পণ্যটির সরবরাহ কমে গেছে। এ কারণে কয়েকদিন ধরে মরিচ আমদানিও কমেছে।

সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে বলেন, ‘জেলার বাজারগুলোয় কাঁচামরিচের দাম খুচরা পর্যায়ে কেজি প্রতি ২০০ টাকার মধ্যে ছিল। বর্ষা মৌসুমে পণ্যটি অনেকটাই আমদানিনির্ভর। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। তবে বন্দরে আমদানি বাড়লে দামও কমে যাবে।’

আরও