কোটালীপাড়ায় সাধারণ মানুষের মধ্যে কোমল পানীয় বিতরণ

মানবতার ডাকে সাড়া দিয়ে আজ সোমবার জেলার কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কর্মী ও যুবকদের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে কোমল পানীয় বিতরণ করা হয়।

দেশজুড়ে চলছে ভয়াবহ দাবদাহ। তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রার এ পারদ প্রতিদিনই চড়ছে। গত শনিবার দেশের ১২টি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি ছিল, যার মধ্যে অন্যতম গোপালগঞ্জ। এ জনপদে অস্বস্তিকর গরমে ঘর ছেড়ে বেরোনোই যেন দায়। তবু জীবনের তাগিদে বাইরে যেতেই হয়। এ বিপর্যয়ের সময় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংস্থা, সামাজিক সংগঠনসহ বিভিন্ন অঙ্গনের মানুষ।

 

মানবতার ডাকে সাড়া দিয়ে আজ সোমবার জেলার কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কর্মী ও যুবকদের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে কোমল পানীয় বিতরণ করা হয়। কোটালীপাড়া জিরো পয়েন্ট, হাসপাতাল ভবনের সামনে, পৌর ভবনের সামনে কোমল পানীয় বিতরণ কার্যক্রমে অংশ নেন শাহ সোহেল, রামিম তালুকদার, মেজবাহ উদ্দিন, মোকসেদ মিয়া প্রমুখ যুবক।

 

কোটালীপাড়ার ঘাঘর বাজার থেকে পাঁচ শতাধিক দেশীয় ব্র্যান্ডের কোমল পানীয় ক্রয় করে প্রথমে ফ্রিজিং করা হয়, এরপর তপ্ত দুপুরে সাধারণ মানুষের হাতে তুলে দেয়া হয়।

 

এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শনিবারের তুলনায় দিনের তাপমাত্রা আজ কিছুটা কমেছে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। একদিন আগে শনিবার যা যশোরে ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ যশোরে সর্বোচ্চ তাপমাত্রা কমে হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায়।

 

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, আগামীকাল থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। চলতি এপ্রিলের বাকি সময়টা তাপপ্রবাহ থাকতে পারে। 

আরও