এমপি-মন্ত্রী হয়ে লুটপাট বাংলাদেশে আর চলবে না: আমীর খসরু মাহমুদ চৌধুরী

এমপি-মন্ত্রী হয়ে লুটপাট করবেন, এমন কিছু আর বাংলাদেশের মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এমপি-মন্ত্রী হয়ে লুটপাট করবেন, এমন কিছু আর বাংলাদেশের মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৪ আগস্ট) বিকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজু মিয়ার হাট এলাকায় বন্যায় দুর্গত অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও সুধী সমাবেশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, বিগত ১৭ বছরে আমাদের প্রিয়জনদের হারিয়েছি। গুম, খুন, হত্যা, পুলিশের কাস্টডিতে মৃত্যুসহ অনেকে মারা গেছেন। যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আমরা সেসব শহীদের রক্তের শোধ দিতে পারব না।

তিনি বলেন, যেসব কারণে স্বৈরাচারী সরকারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। জনগণের স্বার্থে সেসব ফিরিয়ে দিতে পারলে, শহীদের রক্তের প্রতিদান দেয়া যাবে। এজন্য সবাইকে সুশৃঙ্খল থাকতে হবে।

জনগনের আশা-আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে খসরু বলেন, এটা এখন শান্তিপূর্ণ বাংলাদেশ। চাঁদাবাজ, লুটপাটকারী, দখলদারের বাংলাদেশ নয়। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচিত করবে। সে প্রতিনিধির জনগণের কাছেই জবাবদিহি ও দায়বদ্ধতা থাকতে হবে। এমপি-মন্ত্রী, সরকার হয়ে যা ইচ্ছা তাই করবে, বাংলাদেশে আর তা চলবে না।

খসরু বলেন, মাথায় রাখতে হবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন চলে এসেছে। সেটি না বুঝলে বিএনপির রাজনীতি পিছিয়ে যাবে। গুণগত পরিবর্তনের বিষয় নেতাকর্মীদের বুকে ধারণ করতে হবে। তাহলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে। তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী বড় ধরনের পরিবর্তন আসবে।

তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজকে লক্ষ্মীপুরের বন্যায় দুর্গত, অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা দিতে এসেছি। বিএনপিকে বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তার নির্দেশনা অনুযায়ী দেশের বন্যা দুর্গত এলাকাগুলোতে সহায়তা দেবে বিএনপির নেতাকর্মীরা।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মনে রাখতে হবে, বিএনপির রাজনীতি চাঁদাবাজ, লুটপাটের রাজনীতি নয়। বিএনপির রাজনীতি বাংলাদেশের জনগণকে নিয়ে। তাদের ভালোবাসা, আস্থা নিয়ে বিএনপির রাজনীতি। তাই জনগণের আস্থা অর্জন করতে হবে।

কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এবিএম আশ্রাফ উদ্দিন নিজাম, কমলনগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিবসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে লক্ষ্মীপুর শহরের পৌর আইডিয়াল কলেজ এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আরও