জমির আইল কাটা নিয়ে সংঘর্ষে খুন, দুই আসামি গ্রেফতার

গাইবান্ধা সদরে জমির আইল কাটা নিয়ে সংঘর্ষের জেরে তোফায়েল হোসেনকে (৫৫) হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গাইবান্ধা সদরে জমির আইল কাটা নিয়ে সংঘর্ষের জেরে তোফায়েল হোসেনকে (৫৫) হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ রোববার (১২ ফেব্রুয়ারি) র‍‍্যাব জানায়,  এজাহারনামীয় প্রধান দুই আসামিকে গাজীপুরের এমায়েতপুর থেকে গ্রেফতার করেছে তারা।


গত ২২ নভেম্বর গাইবান্ধার সদর থানার পোড়াবাড়ী গ্রামের বৃদ্ধ তোফায়েল তার জমিতে আইল কাটতে যান। এ নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয় প্রতিবেশীদের। একপর্যায়ে আমিনুল ইসলাম (৩০) ও আলমগীর হোসেন (৩৫) তাকে পাওয়ার টিলারের লোহার হ্যান্ডেল দিয়ে বুকে ও পিঠে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তোফায়েলকে মৃত ঘোষণা করেন।

পরে  তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেফতার করে র‍্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র‍্যাব।

আরও