গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ১ জন নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের পর প্রাইভেটকারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাস ও প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের উদ্ধাকর্মীরা সেখানে পৌঁছেন আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গাড়িদুটি পুড়ে গিয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের পর প্রাইভেটকারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাস ও প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের উদ্ধাকর্মীরা সেখানে পৌঁছেন আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গাড়িদুটি পুড়ে গিয়েছে।

প্রাইভেটকারের চালক মোহাম্মদ উল্লাহ (৪৮) ঘটনাস্থলেই নিহত হ। তিনি মানিকগঞ্জের সানবান্দা গ্রামের আব্দুল লতিফ মাস্টারের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম ‍মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেটকারের মখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের ড্রাইভার নিহত হ এবং প্রাইভেটকারে থাকা তিনজন মানিকগঞ্জের সানবান্দা গ্রামের হযরত আলীর তিন ছেলে ফাহিম, ফাহাদ এবং ইফাদ মারাতত্মকভাবে আহত হ। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার জেরে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুলিশ মোতায়েনের মাধ্যমে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

আরও