‘উহানের বীর’ খ্যাত চিকিৎসক লির মৃত্যু

চীনের যে চিকিৎসক নভেল করোনাভাইরাসের বিষয়ে সহকর্মীদের প্রথম সতর্ক করার চেষ্টা করেছিলেন, তিনি নিজেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। গতকাল (চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা) চিকিত্সাধীন অবস্থায় মারা যান ‘উহানের বীর’ খ্যাত চিকিৎসক লি ওয়েনলিয়াং। খবর বিবিসি।

চীনের যে চিকিৎসক নভেল করোনাভাইরাসের বিষয়ে সহকর্মীদের প্রথম সতর্ক করার চেষ্টা করেছিলেন, তিনি নিজেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। গতকাল (চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা) চিকিত্সাধীন অবস্থায় মারা যানউহানের বীর খ্যাত চিকিৎসক লি ওয়েনলিয়াং। খবর বিবিসি।

বৃহস্পতিবার লির মৃত্যুর খবরে শোকবার্তায় ভরে গেছে চীনের সোস্যাল মিডিয়া সাইট ওয়েইবো। রাতারাতি সেই শোক রূপ নিয়েছে ক্ষোভে। সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেছে জনগণ। তারা এরই মধ্যে অভিযোগ তুলেছে, সরকার ভাইরাসটির প্রকোপকে খাটো করে দেখেছে এবং প্রাথমিকভাবে ভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছে। শুধু তা-ই নয়, চিকিৎসক লির মৃত্যুতে চীনে বাকস্বাধীনতার অভাব নিয়ে জোর আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

পেশায় চক্ষু বিশেষজ্ঞ লি গত ৩০ ডিসেম্বর নতুন ভাইরাসটি সম্পর্কে সহকর্মী চিকিৎসকদের সতর্ক করে একটি বার্তা দিয়েছিলেন। ভাইরাসটি তার কাছে সার্সের মতো মনে হয়েছিল। এর পরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তার বিরুদ্ধেসামাজিক শৃঙ্খলায় মারাত্মক বিঘ্ন সৃষ্টিকারী মিথ্যা মন্তব্য করার অভিযোগ করেন এবং তাকে এ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন। পরে অবশ্য কর্তৃপক্ষ লির কাছে ক্ষমা চেয়েছে। করোনাভাইরাসের উত্পত্তিস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের সেন্ট্রাল হসপিটালে চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন লি। এ হাসপাতালেই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হন তিনি। শেষ পর্যন্ত সেই ভাইরাস তার প্রাণ কেড়ে নিল।

আরও