চীনা দূতাবাসের রান্না করা খাবার পেয়েছে ফেনীর বন্যাদুর্গত শিশুরা

ফেনীতে বন্যাদুর্গত শিশুদের মাঝে চীনা দূতাবাসের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (২৫ আগস্ট) ফেনী শহরের গিরিশ অক্ষয় (জিএ) একাডেমি প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি থেকে বন্যাদূরাগত শিশুদের হাতে খাবার তুলে দেন ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি মিশন চিফ মি. লিউ ইউইন।

ফেনীতে বন্যাদুর্গত শিশুদের মাঝে চীনা দূতাবাসের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (২৫ আগস্ট) ফেনী শহরের গিরিশ অক্ষয় (জিএ) একাডেমি প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি থেকে বন্যাদূরাগত শিশুদের হাতে খাবার তুলে দেন ঢাকাস্থ  চীনা দূতাবাসের ডেপুটি  মিশন চিফ মি. লিউ ইউইন।

চীনা দূতাবাস এবং অ্যাসোসিয়েশন  অব বাংলাদেশ-চায়না অ্যালামনাইয়ের (অ্যাবকা) উদ্যোগে আয়োজন করা হয়েছিল এ কর্মসূচি।

খাবার বিতরণকালে ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি  মিশন চিফ মি. লিউ ইউইন বলেছেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বন্ধুর বিপদে পাশে থাকা বন্ধুত্বের অপরিহার্য দাবি। সেই মূল্যবোধ থেকেই ফেনী এবং কুমিল্লায় আমরা ১২ হাজার শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছি। কয়েকদিনের মধ্যেই আমরা বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করবো।

তিনি বলেন, চীনের জনগণের পক্ষ থেকে যে উপহার আমরা বাংলাদেশের দুস্থ মানুষকে দিয়েছি এটি কোনো সাহায্য নয়, এটি হচ্ছে ভালোবাসার নিদর্শন। এটি দুই দেশের মধ্যে আস্থার সম্পর্কের প্রতিফলন।

আরও