গাজীপুরে অর্ধশতাধিক পাখির আকস্মিক মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে আকস্মিক অর্ধশতাধিক পাখির মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বরমী ইউনিয়নের সিটপাড়া গ্রামে একটি পোশাক কারখানার পাশে পাখিগুলো মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়

গাজীপুরের শ্রীপুরে আকস্মিক অর্ধশতাধিক পাখির মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বরমী ইউনিয়নের সিটপাড়া গ্রামে একটি পোশাক কারখানার পাশে পাখিগুলো মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ওই এলাকায় গত কয়েকদিনে ফসলের খেতে কীটনাশক প্রয়োগ করা হয়নি। তবে পাখিগুলো কীভাবে মারা গেছে, এর সঠিক কোনো উত্তর দিতে পারেনি সেখানকার বাসিন্দারা।

এ বিষয়ে ঢাকা বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, ‘কারখানার কোনো প্রভাবে পাখিগুলোর মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। মৃত পাখির বেশির ভাগই ঘুঘু। এছাড়া শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখিও রয়েছে।’

সিটপাড়া গ্রামের একটি শিশু জানায়, সে ওই পোশাক কারখানার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ ওপর থেকে একটা পাখি তার সামনে এসে পড়ে। একই সময়ে গজারি গাছ থেকে আরো কয়েকটি পাখি পড়ে। গজারি গাছের পাশে আরেকটা গাছ থেকেও মৃত পাখি পড়েছে।

গাজীপুর পরিবেশ আন্দোলনের সভাপতি মুকুল বিশ্বাস বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিয়ে দেখব। এটা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে।’

সিটপাড়া গ্রামের গার্ডেনিয়া কারখানার নিরাপত্তা কর্মী আসাদ মিয়া  জানান, তিনি সকালে কারখানা থেকে বের হয়ে নাশতা খেতে  আসেন। তখন কয়েকটি শিশু ও নারী মারা যাওয়া পাখিগুলো এনে এক জায়গায় স্তূপ করে রাখছিল। পরে তিনি পাখিগুলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।


আরও