মোহাম্মদ নাসিমের দাফন আগামীকাল

জাতীয় চারনেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র সদ্যপ্রয়াত মোহাম্মদ নাসিমে জানাজা ও দাফন আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

জাতীয় চারনেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র সদ্যপ্রয়াত মোহাম্মদ নাসিমে জানাজা ও দাফন আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি জানান, আাগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে জানাজা শেষে তাকে তার মা মোসাম্মৎ আমেনা মনসুরের কবরেই তাকে দাফন করা হবে।  

মোহাম্মদ নাসিমের তিন ছেলের মধ্যে দুই ছেলেই যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তার মেজো ছেলে তমাল মনসুর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এবং ছোট ছেলে তন্ময় মনসুর ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন। তবে তমাল এখন দেশেই রয়েছেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘তন্ময় দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তিনি পৌঁছালে আগামীকাল তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।

রীতি অনুযায়ী মারা যাওয়া সংসদ সদস্যদের সংসদ প্লাজায় জানাজা পড়ানো হয়। নভেল করোনাভাইরাসের কারণে মোহাম্মদ নাসিমের জানাজা সংসদ চত্বরে হবে না বলেও জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামীকাল বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। 

৭২ বছর বয়সী এই রাজনৈতিক গত ১ জুন শ্বাসকষ্ট নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনাভাইরাস পজিটিভ আসে। গত শুক্রবার ভোরে তিনি ব্রেন স্ট্রোক করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন হয়। পরে দুইদফা আবারও করোনাভাইরাসের নমুনা নেয়া হয়। সেখানে নেগেটিভ আসে। তার অপারেশন সফল হলেও সঙ্কট কাটেনি। গত ৫ জুন থেকে কোমায় চলে যান। সেই সঙ্কট কাটিয়ে আর ফেরা হলো না সাবেক এই মন্ত্রীর। আজ শনিবার সকাল ১১টা ১০ মিনিটে মারা যান তিনি।  মোহাম্মদ নাসিম স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

আরও