বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে গাজীপুরের কোনাবাড়িতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ দাবিতে গতকাল মহানগরের কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা কোনাবাড়ি-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন।

বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে গাজীপুরের কোনাবাড়িতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ দাবিতে গতকাল মহানগরের কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা কোনাবাড়ি-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার ফেব্রুয়ারি ও মার্চের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতনের দাবিতে এক সপ্তাহে শ্রমিকরা বেশ কয়েকবার কর্মবিরতি পালন করেছেন। সে সময় কর্তৃপক্ষ তা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কিন্তু গতকাল পর্যন্ত তাদের দাবি পূরণ হয়নি। সকালে কারখানায় এসে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কোনাবাড়ি-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশের কাশিমপুর জোনের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার জানান, শ্রমিকরা সকালে ফিঙ্গার প্রিন্ট দিয়ে কারখানায় প্রবেশ করেন। কিন্তু পরে তারা কাজে যোগ না দিয়ে ফেব্রুয়ারি ও মার্চের বকেয়াসহ বেতন পরিশোধ এবং ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা কারখানার সামনে কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেয় এবং সড়কটি অবরোধ করে রাখেন। আগামী ৭ এপ্রিল শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে জানিয়ে কারখানা কর্তৃপক্ষ নোটিস দিয়েছে।

আরও