গোপালগঞ্জে সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে গোপালগঞ্জে ইসমাইল হোসেন সুমন (৪৫) ও নাহিদ (২২) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে গোপালগঞ্জে ইসমাইল হোসেন সুমন (৪৫) ও নাহিদ (২২) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় অসুস্থ হয়ে পড়েন আরো দুজন। গতকাল দুপুরে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে ইসমাইল হোসেন সুমন চাঁদপুর সদর উপজেলার বাঘারপুর ইউনিয়নের সোলেমান মিয়ার ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, রাজমিস্ত্রি ইসমাইল হোসেন সুমন তার লোকজন নিয়ে পুলিশ সদস্য আলমগীর হোসেনের নতুন বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন। এ সময় ইসমাইল হোসেন ও নাহিদ সেপটিক ট্যাংকে নামলে বিষাক্ত গ্যাসে তারা অচেতন হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে অন্য দুই শ্রমিক মাহবুব ও মুকুল তাদের উদ্ধার করতে আসেন। তবে তারাও বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৪০ মিনিট অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। 

আরও