গাড়ির ধাক্কায় গাজীপুরে পোশাক শ্রমিক নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর

গাজীপুরে মহাসড়ক পার হওয়ার সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গতকাল এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এর জের ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছেন শ্রমিকরা।

গাজীপুরে মহাসড়ক পার হওয়ার সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গতকাল এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এর জের ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছেন শ্রমিকরা।

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের সরিয়ে দিতে সক্ষম হয়।

পুলিশের উপকমিশনার (ক্রাইম) মো. ইব্রাহিম বলেন, ‘শ্রমিক ও এলাকাবাসীকে সড়ক থেকে সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে জলকামান ব্যবহার করে এবং ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এ সময় শটগানের পাঁচটি গুলি ছোড়া হয়।’

এর আগে গতকাল সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানান গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন। দুর্ঘটনায় নিহত শ্রমিকের নাম মুনিরা। তার বয়স ৩০ বছর। তিনি লিজ অ্যাপারেল পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে ওই নারী কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় পোশাক শ্রমিক ও এলাকাবাসী ময়লার গাড়িটিতে অগ্নিসংযোগ করেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে ১৫-১৬টি গাড়িতে ভাংচুর চালান। নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘদিন ধরে বিআরটি প্রকল্পের কাজ চলছে। মহাসড়কের মাঝে থাকা বিভাজকগুলো তুলে দেয়া হয়েছে। ফলে যত্রতত্র পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

গার্মেন্টস ওয়ার্কার্স ট্রেড ইউনিয়নের গাজীপুর জেলার সভাপতি জিয়াউল কবির খোকন বলেন, ‘‌শ্রমিকরা প্রতিবাদ জানাচ্ছেন। অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।’

গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘‌খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ।’

এদিকে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু মুহাম্মদ সাজেদুল কবীর জোয়ারদার জানান, ‘‌উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও গাড়ি ভাংচুর করার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঘটনাস্থলে আগুন নেভাতে যাওয়া সম্ভব হয়নি।’

গাজীপুর শিল্প পুলিশ-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানিয়েছেন, শ্রমিক মারা যাওয়ার পর শ্রমিক ও জনতা মিলে মহাসড়ক বন্ধ করে দিয়েছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও