কক্সবাজারে অস্ত্র কারখানার সন্ধান তিন কারিগর আটক

কক্সবাজারের মহেশখালীর পাহাড়ি ঢালে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। কারখানা থেকে অস্ত্র ও সরঞ্জামসহ তিন কারিগরকে আটক করা হয়েছে। গতকাল ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

কক্সবাজারের মহেশখালীর পাহাড়ি ঢালে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। কারখানা থেকে অস্ত্র ও সরঞ্জামসহ তিন কারিগরকে আটক করা হয়েছে। গতকাল ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

র‌্যাব জানায়, ভোর ৬টার দিকে র‌্যাব সদস্যরা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পূর্ব পুইরছড়ার খঞ্জনির বাপের ঘোনা পাহাড়ি ঢাল এলাকায় অভিযান চালান। অভিযানের বিষয়টি বুঝতে পেরে অস্ত্র ব্যবসায়ীরা পাহাড়ে পালানোর চেষ্টা করে। তিনজনকে আটক করা হলেও অস্ত্র তৈরির অন্যতম কারিগর বাদশা মিয়া পালিয়ে যায়। পরে সেখান থেকে দুটি দেশী ওয়ান শুটার গান এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।


আরও