চট্টগ্রামে বিপ্লবী উদ্যান রক্ষায় মানববন্ধন

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় বিপ্লবী উদ্যানে নতুন করে স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা ও চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র।

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় বিপ্লবী উদ্যানে নতুন করে স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা ও চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র। গতকাল বিপ্লবী উদ্যান চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার চট্টগ্রাম সমন্বয়ক মনিরা পারভিন, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের সদস্য সুফিক আনোয়ার, মো. মোর্শেদ ও রাশেদুল আজিজ।

বক্তারা বলেন, দেশের ঐতিহ্য ধ্বংস করে উন্মুক্ত স্থানে বাণিজ্যিক অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ অবৈধ। জনপ্রতিনিধি বা চসিক মেয়রকে জনগণ চেয়ারে বসিয়েছে চট্টগ্রামের পার্ক কিংবা উন্মুক্ত স্থান দখল করে স্থাপনা নির্মাণের জন্য নয়। তিনদিনের মধ্যে বিপ্লবী উদ্যানে যে নতুন অবকাঠামো তৈরি করা হচ্ছে তা বন্ধ করতে হবে। তা না হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

উদ্যানে নতুন করে স্থাপনা নির্মাণে বিদ্যমান ফোয়ারা ও গ্লাস টাওয়ার ভাঙা হচ্ছে। এ চত্বরে অনুষ্ঠান করার জন্য অস্থায়ী উন্মুক্ত মঞ্চের ব্যবস্থা করবে বেসরকারি একটি প্রতিষ্ঠান। 

শুধু তা-ই নয়, নতুন চুক্তি অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানটি উদ্যানে বিলবোর্ড, মেগাসাইন, এটিএম বুথ, কিয়স্ক, প্রদর্শনী কেন্দ্র, কিডস এক্সপেরিয়েন্স বা গেমিং জোন ইত্যাদি স্থাপন করতে পারবে, যা জনস্বার্থবিরোধী।

আরও