লালমনিরহাটে সমাজকল্যাণ মন্ত্রীর ত্রাণ বিতরণ

লালমনিরহাট-২ আসনের (কালীগঞ্জ-আদিতমারী) সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তার নির্বাচনী এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) আদিতমারী উপজেলার ৮ ইউনিয়নের ২ হাজার এবং বুধবার (১৫ এপ্রিল) কালীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের ২ হাজার অসহায় দরিদ্র নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ করা প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, দুই কেজি আলু, আধা কেজি মসুর ডাল ও আধা কেজি লবণ বিতরণ করা হয়েছে।

লালমনিরহাট-২ আসনের (কালীগঞ্জ-আদিতমারী) সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তার নির্বাচনী এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। 

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) আদিতমারী উপজেলার ৮ ইউনিয়নের ২ হাজার এবং বুধবার (১৫ এপ্রিল) কালীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের ২ হাজার অসহায় দরিদ্র নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ করা প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, দুই কেজি আলু, আধা কেজি মসুর ডাল ও আধা কেজি লবণ বিতরণ করা হয়েছে। 

গতকাল বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের দলগ্রাম বিদ্যা নিকেতনের মাঠে বৃষ্টি উপেক্ষা করে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই কার্যক্রম চলমান থাকবে বলে ঘোষণা করা হয়।   

এতদিন সরকারি উদ্যোগে এই দুই উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো হলেও এই প্রথম তিনি তার নির্বাচনী এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন। 

সামাজিক দূরত্ব বজায় রেখে সমাজকল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের পক্ষে তার ছোটভাই কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুজ্জামান আহমেদ এই ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন অসহায় দরিদ্র মানুষদের হাতে। 

সমাজকল্যাণ মন্ত্রীর ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনের আগে দেয়া বক্তব্যে বলেন, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের ৪ হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। এখন এই দুই উপজেলার হোটেল শ্রমিক, রিকশা চালক, ভ্যান চালক, নিম্ন মধ্যবিত্ত আয়ের আরো ৬ হাজার নারী-পুরুষের মানুষের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

সমাজকল্যাণ মন্ত্রী সরকারি কাজে ঢাকায় অবস্থান করছেন দাবি করে তিনি আরো বলেন, মন্ত্রী মহোদয় সার্বক্ষণিক প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে এলাকার খোঁজখবর নিচ্ছেন এবং অসহায় মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করছেন। এছাড়াও তিনি ব্যক্তিগত উদ্যোগে বিদেশ ফেরত ১৫৬ পরিবারকে খাদ্য সহায়তা পাঠিয়েছিলেন। এখন আবার তিনি স্থানীয় অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন। সরকারি ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি তিনি এই উদ্যোগ নিয়েছেন।

আরও