বড় একটি খাতে পরিণত করতে চাই চামড়া শিল্পকে —বাণিজ্য উপদেষ্টা

বর্তমান সরকার চামড়া শিল্পকে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি প্রধান খাত হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিকারকদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি। চামড়া খাতের রফতানি বহুমুখীকরণের সম্ভাবনা রয়েছে, তবে কিছু চ্যালেঞ্জও আছে। বিশেষ করে ট্যানারিগুলো সাভারে স্থানান্তরের পর পরিবেশগত সমস্যা, অর্থায়ন ও রফতানির ক্ষেত্রে প্রয়োজনীয় সার্টিফিকেশন বিষয়ে আলোচনা করেছি।’

উপদেষ্টা বলেন, ‘আমরা চামড়া শিল্পকে রফতানির একটি বড় খাত হিসেবে গড়ে তুলতে চাই। কারণ এ খাতে দেশীয় কাঁচামালের প্রাচুর্য রয়েছে। এটি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত, যা এ শিল্পকে আরো সমৃদ্ধ করতে পারে।’

চামড়া শিল্পের গুরুত্ব তুলে ধরে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের চাহিদার পাশাপাশি এ

খাতের বিশাল রফতানি সম্ভাবনা রয়েছে।’

আরও