রাঙ্গামাটিতে গুলিসহ আটক ২

রাঙ্গামাটি শহরেরর ভেদভেদী পশ্চিম মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত শুক্রবার রাতে র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার এএসপি কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৮০ রাউন্ড ৭ দশমিক ৬৫ এমএম পিস্তলের গুলি, ৫ রাউন্ড শটগানের গুলি ও ১০৯টি সিসার বল উদ্ধার করা হয়।

রাঙ্গামাটি শহরেরর ভেদভেদী পশ্চিম মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গত শুক্রবার রাতে র্যাব--এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার এএসপি কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে অভিযান চালানো হয়। সময় তাদের কাছ থেকে ৩৮০ রাউন্ড দশমিক ৬৫ এমএম পিস্তলের গুলি, রাউন্ড শটগানের গুলি ১০৯টি সিসার বল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মোহাম্মদ হোসেন (৫৪) মমতাজ আহমেদ (৬০)

এএসপি কাজী মো. তারেক আজিজ জানান, আটককৃতরা পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর কাছে অবৈধ অস্ত্র সরবরাহ করে। গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। উদ্ধারকৃত গুলির বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও