কুষ্টিয়া মেডিকেল কলেজে স্থায়ীভাবে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্র রাজনীতিসহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার (১৪ আগস্ট) কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্র রাজনীতিসহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার (১৪ আগস্ট) কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

তিনি বলেন, ‘কলেজের ছাত্ররা দুপুর ১২টার দিকে তাদের ১২ দফা দাবি সংবলিত একটি চিঠি দেন। পরপরই কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল কলেজে ও সব ছাত্রাবাসে যেকোনো ধরনের ছাত্ররাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা।’

অধ্যক্ষ জানান, একই সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও সব ধরনের রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি দাওয়ায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের সুনির্দিষ্ট দাবি ছিল কিনা এর উত্তর দেননি অধ্যক্ষ।

সভায় উপস্থিত ছিলেন এমন একজন শিক্ষক নেতা জানান, ওই সভায় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র সমাজ, ছাত্র ইউনিয়ন, ছাত্রশিবিরসহ অন্য যেকোনো রাজনৈতিক দলের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে কলেজে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক সংগঠন না থাকলেও পরবর্তী সময় যাতে না হতে পারে, সে ব্যাপারেও নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।

অধ্যক্ষ আরেক প্রশ্নের জবাবে জানান, শিক্ষকদের নিয়ে কাজ করা শিক্ষক সমিতির কার্যক্রম চলমান থাকবে।

আরও