কুমিল্লায় সাবেক অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলা

কুমিল্লায় ছয় বছর আগে বিএনপির একটি সভায় হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও নাঙ্গলকোট থানার তৎকালীন ওসিসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কুমিল্লায় ছয় বছর আগে বিএনপির একটি সভায় হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও নাঙ্গলকোট থানার তৎকালীন ওসিসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৫ নম্বর আমলি আদালতে মামলাটি করেন হামলার শিকার আইনজীবী মো. একরামুল হক মজুমদার। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অ্যাডভোকেট মো. একরামুল হক মজুমদার বলেন, ‘মামলাটি থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন আদালত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর নাঙ্গলকোটের আশারকোটা এলাকায় সভার আয়োজন করেন বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক চৌধুরী। ওই সময় সাবেক মন্ত্রী মুস্তফা কামালের নির্দেশে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে হামলা চালায়।’

এ প্রসঙ্গে জানতে চাইলে নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, ‘এখনো আদালতের আদেশের কপি হাতে পাইনি। আদেশের কপি হাতে পেলে তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে।’

আরও