পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ২০

চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে কুসুমপুরা এলাকায় গণসংযোগে গিয়ে হামলার শিকার হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী। গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) গণসংযোগের সময় তার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন সমর্থকরা। এসময় প্রার্থীর ছোটবোনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন

চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে কুসুমপুরা এলাকায় গণসংযোগে গিয়ে হামলার শিকার হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী। গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) গণসংযোগের সময় তার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন সমর্থকরা। এসময় প্রার্থীর ছোটবোনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পটিয়ার কুসুমপুরা ইউনিয়নে দুই দফায় নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হন সামশুল ও তার অনুসারীরা। এর আগেও বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, হামলাও হয়েছে কয়েকবার।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঈগল প্রতীকের প্রার্থী সামশুল হক চৌধুরী কুসুমপুরা এলাকায় গণসংযোগের জন্য যান। তার গাড়িবহর শান্তিরহাট এলাকায় এলে হামলা চালায় দূর্বৃত্তরা। এসময় প্রার্থীকে অবরুদ্ধ করে রেখে তার ভাইকে গাড়ি থেকে নামিয়ে কানে ধরে উঠবস করানো হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

এদিকে বিকালে কুসুমপুরার পানওয়ালা এলাকায় সামশুলের বোন সুলতানা ইয়াসমিন রেখার ওপর হামলা চালানো হয়। এসময় তাদের গাড়ি ভাংচুর ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। সব মিলিয়ে প্রায় ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।

হামলা প্রসঙ্গে সুলতানা বলেন, সকালে আমার ভাইকে সড়কে অবরুদ্ধ করে রেখে আমার আরেক ভাইকে লাঞ্চিত করে। পরে বিকালে আমার ওপর হামলা করে তারা। এই দুই ঘটনায় আওয়ামী লীগের প্রার্থীর লোকজন জড়িত। আমরা এর বিচার চাই।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম রাতে আশেক বণিক বার্তাকে জানান জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মনির হোসেন (৪৩), প্রার্থীর বোন সুলতানা ইয়াসমিন রেখা (৪২) এবং রাসেল (৩৩) ও কাসেম (৩৫) নামের মোট ৪ জন হাসপাতালে ভর্তি আছেন।

সার্বিক প্রসঙ্গে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান বলেন, স্বতন্ত্র প্রার্থীর ওপর দুই দফায় হামলা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। দুপুরে শান্তিরহাট এলাকায় প্রার্থীকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পেয়ে আমরা গিয়েছিলাম। এসময় আমরা হামলাকারী কাউকে পাইনি। তবে ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থকরা তাদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে দাবি করলেও সেটা আমরা নিশ্চিত হতে পারিনি।

স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী চট্টগ্রাম-১২ আসনে টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

আরও