চট্টগ্রামের ১৬ আসনে ৩২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে দুইদিনে যাচাই-বাছাই শেষে ৩২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে দুইদিনে যাচাই-বাছাই শেষে ৩২  প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে প্রথম দিনে আটটি আসনে ১৮ জন এবং দ্বিতীয় দিনে আটটি সংসদীয় আসনে ১২টি মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাতিল হওয়া প্রার্থীদের ২২ জনই স্বতন্ত্র এবং বাকি নয়জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী হলফনামায় দেয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষর এবং ঠিকানায় মিল খুঁজে না পাওয়ায় মনোনয়নপত্রগুলো বাতিল করা হয়েছে। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে চট্টগ্রাম-৭, ৯, ১৩ ও ১৪—এ চারটি সংসদীয় আসনের কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। মোট ১৫১টি মনোনয়নপত্রের মধ্যে বৈধ হয়েছে ১১৯টি।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন চট্টগ্রাম-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন। চট্টগ্রাম-২ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম নওশের আলী, মোহাম্মদ শাহজাহান, মো. রিয়াজ উদ্দিন। চট্টগ্রাম-৩ আসনে জাকের পার্টির নিজাম উদ্দিন নাছির ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তজোটের আমিন রসূল। চট্টগ্রাম-৪ আসনে বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম, বিএনএফের প্রার্থী আখতার হোসেন, দুই স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন ও মোহম্মদ ইমরান। চট্টগ্রাম-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী নাছির হায়দার চৌধুরী বাবুল ও মোহাম্মদ শাহজাহান চৌধুরীর মনোনয়ন বাতিল হয়েছে।

এছাড়া চট্টগ্রাম-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী শফিউল আজম, চট্টগ্রাম-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুস সালাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু, বিজয় কুমার, মঞ্জুর হোসেন বাদল ও মহিবুর রহমান বুলবুলের মনোনয়ন বাতিল হয় স্বাক্ষরকারীদের তথ্যে গরমিল পাওয়ায়।

এদিকে চট্টগ্রাম-১০ আসনে বিএনএফের মঞ্জুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ফরিদ উদ্দিন মাহমুদ, মো. ওসমান গণি ও ফয়সাল আমিন, চট্টগ্রাম-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী রেখা আলমের মনোনয়ন বাতিল হয়েছে। চট্টগ্রাম-১২ আসনে ইসলামিক ফ্রন্টের এমএ মতিন, স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস মিয়া ও গোলাম কিবরিয়ার মনোনয়ন বাতিল হয়েছে। চট্টগ্রাম-১৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব, ফজলুল হক ও আ ন ম মিনহাজুর রহমান এবং চট্টগ্রাম-১৬ আসনে ন্যাপের আশীষ কুমার শীল, জাতীয় পার্টির মাহমুদুল হক চৌধুরী এবং ইসলামী ঐক্যজোটের মো. শফকত হোসাইন চাঁটগামীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বণিক বার্তাকে বলেন, ‘বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থীর ভোটার সমর্থকদের তালিকায় গরমিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে। অনেক প্রার্থী আয়কর রিটার্ন জমা দেননি কিংবা ঋণখেলাপি থাকায় তাদের মনোনয়ন বাতিল হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।’

আরও