লটারির মাধ্যমে জমি বরাদ্দের আহ্বান গণপূর্ত উপদেষ্টার

ঢাকা শহরে অযৌক্তিক সুযোগ-সুবিধা ও কোটাপ্রথা বাদ দিয়ে লটারির মাধ্যমে জমি বরাদ্দের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ সোমবার (৭ অক্টোবর) বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীর রাজউক অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

আদিলুর রহমান বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ে অনেক অযৌক্তিক সুযোগ-সুবিধা ও কোটা বিদ্যমান রয়েছে। বিভিন্ন পক্ষ এসে দাবি করছে, তারা কোটার মাধ্যমে জমি পেতে চান। আমি বলি, কেন এসব কোটা থাকবে? এগুলো বন্ধ করে দিয়ে ঢাকায় লটারির মাধ্যমে জমি বরাদ্দ করা উচিত।’

তিনি আরো বলেন, ঢাকা শহরে নিঃশ্বাস নেয়ার মতো কোনো গাছ নেই, সব গাছ কেটে ফেলা হয়েছে। শহরটি কংক্রিটের বনে পরিণত হয়েছে। গরিব মানুষের জন্য আবাসনের কোনো ব্যবস্থা নেই। আমরা চ্যালেঞ্জের মুখে রয়েছি। এ শহরটাকে বদলাতে পারবো কি না জানি না। তবে এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, পরিবেশ ধ্বংস করে নগরায়ন গ্রহণযোগ্য নয়। রাজউকের জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব রয়েছে। তরুণদের পরামর্শ নিয়ে একটি সুস্থ ও সুন্দর নগর গড়ে তুলতে হবে।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়। তাই টেকসই বসতি গড়ে তোলার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম-সচিব নায়লা আহমেদ। এছাড়া অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী এ জেড এম শফিউল হান্নান এবং অজান্তা শুকলা বক্তব্য রাখেন।

আরও