মাদারীপুরের ডাসারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাথুরিয়াপাড় থেকে সনমন্দি পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফ-উল-আরেফীন। এর আগে দখলদারদের নোটিস দিলেও কেউ স্থাপনা সরিয়ে নেয়নি। এজন্য আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।