কিশোরগঞ্জে পুলিশ বিএনপি সংষর্ষে নিহত ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। তারা কৃষক দল ও ছাত্রদলের নেতা বলে দাবি করেছে বিএনপি। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। তারা কৃষক দল ও ছাত্রদলের নেতা বলে দাবি করেছে বিএনপি। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বণিক বার্তাকে নিহতের তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নের বড় ছয়সূতি গ্রামের কাওসারের ছেলে ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ (২০) এবং ছয়সূতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিল্লাল মিয়া (৩০)। এছাড়া সংর্ঘষে আহত এবং গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক নেতাকর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচরের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় অরবোধকারীরা সড়ক অবরোধ করে রাখে। সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ছয়সূতী এলাকায় বিএনপি কর্মীরা অবরোধ ও মিছিল করতে থাকলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সাথে বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে বিএনপির দুই কর্মী নিহত হয় এবং শতাধিক নেতাকর্মী আহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরিফুল আলম।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বণিক বার্তাকে বলেন, বিএনপির সমর্থকদের মারমুখী আচরণে  আত্মরক্ষায় গুলি ছুড়ে পুলিশ। এতে দুজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে তারা পুলিশের গুলিতে নিহত হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর বলা যাবে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।


আরও