সম্প্রতি ওয়াকফ আইন ঘিরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি জানানো হয়েছে দেশটির সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিতের আহ্বান।
এর একদিন পরই শুক্রবার (১৮ এপ্রিল) এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ঢাকার মন্তব্যকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে নিজ দেশের ‘সংখ্যালঘুদের নিরাপত্তায় নজর দেয়া’র পরামর্শ দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি লিখিত জবাব প্রকাশ করা হয়েছে।
এতে বাংলাদেশ সরকারের এ আহ্বানকে 'অপ্রয়োজনীয়' ও 'লোক দেখানো' বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে বাংলাদেশের দিক থেকে আসা মন্তব্য আমরা প্রত্যাখ্যান করি। এটি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়নের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে সমান্তরাল করে দেখাতে একটি ছদ্মবেশী ও কপট প্রয়াস, যেখানে এ ধরনের অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। অযৌক্তিক মন্তব্য করা এবং ভালোর ভান না ধরে বাংলাদেশ তার সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিলে আরো ভালো করবে। ।
গত সপ্তাহে মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলায় এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেখানে আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনাও ঘটে।