চাঁদপুরে কাজে ফিরেছে পুলিশ

চাঁদপুরে কাজে ফিরেছে পুলিশ। জেলার ৮ থানায় পুলিশ কার্যক্রম শুরু করেছে। সোমবার (১২ আগস্ট) চাঁদপুর শহরে শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশ ও ট্রাফিকদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

চাঁদপুরে কাজে ফিরেছে পুলিশ। জেলার ৮ থানায় পুলিশ কার্যক্রম শুরু করেছে।

সোমবার (১২ আগস্ট) চাঁদপুর শহরে শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশ ও ট্রাফিক সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। পুলিশের কাজে ফেরায় চাঁদপুরের জনগণের মাঝে স্বস্তি বিরাজ করছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলার পুলিশি কার্যক্রমও শুরু হয়েছে।

পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ জানান, ‘বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিরাজমান পরিস্থিতিতে পিবিআই চাঁদপুর জেলার সব পুলিশি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।’

কোটা আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর পুলিশের বিভিন্ন স্থাপনা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় কর্মবিরতিতে যায় পুলিশ সদস্যরা।

আরও