নর্থ এন্ড কফি শপের বিরুদ্ধে ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগ

রাজধানী ঢাকাতে নর্থ এন্ড (প্রাইভেট) লিমিটেডের ব্র্যান্ড চেইন কফিশপ ‘নর্থ এন্ড কফি রোস্টারস’ নামে ১২টি ও ঢাকার বাইরে কক্সবাজারে একটি আউটলেট রয়েছে। এ ১৩টি আউটলেটের মধ্যে মাত্র তিনটি আউটলেটে সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) রয়েছে।

ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে নর্থ এন্ড কফি শপের বিরুদ্ধে। তাদের ১৩টি আউটলেটের মধ্যে ১০টি আউটলেটেই সেলস ডাটা কন্ট্রোলার নেই, এ আউটলেটগুলোতে পয়েন্ট অব সেল (পিওএস বা পজ) সফটওয়্যারের মাধ্যমে ভ্যাট আদায় করা হয়। এনবিআরের সূত্রমতে, পজের মাধ্যমে আদায় করা ভ্যাটের তথ্য তাদের সার্ভারে কাউন্ট হয় না। অর্থাৎ, সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সে ভ্যাট কোষাগারে জমা না দিলে সেটি ফাঁকিই থেকে যায়।

রাজধানী ঢাকাতে নর্থ এন্ড (প্রাইভেট) লিমিটেডের ব্র্যান্ড চেইন কফিশপ ‘নর্থ এন্ড কফি রোস্টারস’ নামে ১২টি ও ঢাকার বাইরে কক্সবাজারে একটি আউটলেট রয়েছে। এ ১৩টি আউটলেটের মধ্যে মাত্র তিনটি আউটলেটে সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) রয়েছে। এগুলো হলো গুলশান-২, শাহজাদপুর ও গুলশান-১। বাকিগুলোতে শুধু পয়েন্ট অব সেল (পিওএস বা পজ) সফটওয়্যারের মাধ্যমে ভ্যাট আদায় করা হয়।

এ বিষয়ে নর্থ এন্ড কফি রোস্টারস এর চিফ কমার্শিয়াল অফিসার রেজওয়ান হাসান বণিক বার্তাকে বলেন, ‘আমরা ইএফডি ব্যবহার করি না, এসডিসি ব্যবহার করি; কারণ আমরা কেন্দ্রীয়ভাবে ভ্যাট নিবন্ধন নিয়েছি। সে নিবন্ধনের আওতায় সব আউটলেট চালানো হয়। গত ২৪ জুন এসডিসি ডিভাইসের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরের বিভাগীয় কার্যালয়ে সমাধান চেয়ে অভিযোগ জানানো হয়েছে। এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি। এসডিসির সমস্যার কারণে আমরা বাকি আউটলেটগুলোতে এটি স্থাপন করছি না।’

সরেজমিন গুলশান-২ এর কনকর্ড বিকাশ টাওয়ারে নর্থ এন্ড কফি রোস্টারসে গিয়ে দেখা যায়, অগ্রিম বিল দিয়ে ভোক্তারা সেখানে সেবা নিচ্ছেন। এর জন্য দুটি কম্পিউটার রয়েছে। একটির সঙ্গে এসডিসি ডিভাইসটি সংযুক্ত। সেটি থেকে কোনো বিলের কপি প্রিন্ট করা হচ্ছে না। যেটিতে এসডিসি সংযুক্ত নেই সেটি থেকে বিলগুলো প্রিন্ট করা হচ্ছে। অর্থাৎ, ভোক্তার কাছ থেকে ভ্যাট নেয়া হলেও সে তথ্য এনবিআরের কাছে যাচ্ছে না।

এ বিষয়ে রেজওয়ান হাসান বণিক বার্তাকে বলেন, ‘ভোক্তার চাপ বেড়ে গেলে এটা করা হয়। এসডিসি হ্যাং করলে সহজে চালু হয় না। তখন ভোক্তার ভোগান্তি হয়।’

মাত্র তিনটি আউটলেটে এসডিসির কথা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমানও স্বীকার করেন। তিনি বণিক বার্তাকে বলেন, ‘অনেকের চেয়ে নর্থ এন্ড কফি রোস্টারস কমপ্লায়েন্স।’ তাহলে বাকি আউটলেটগুলোতে এসডিসি নেই কেন জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

এদিকে গুলশান-২ এর শাহাবুদ্দিন আহমেদ পার্ক এলাকার নর্থ এন্ড কফি রোস্টারসে এসডিসি সংযুক্ত না থাকলেও সেখানে ৫ শতাংশ ভ্যাট আদায় করা হচ্ছে। এ ধরনের একটি বিলের কপি বণিক বার্তার কাছে রয়েছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) ড. মো. আব্দুর রউফ কোনো মন্তব্য করেননি।

আরও