নেত্রকোনায় পানিতে ডুবে শিশুসহ পাঁচজনের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা ও দুর্গাপুর উপজেলায় পানিতে ডুবে চার শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনার পূর্বধলা ও দুর্গাপুর উপজেলায় পানিতে ডুবে চার শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব ও পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত তাসকিন (৭) সদর উপজেলার সাতপাই গ্রামের মো. আল মামুনের ছেলে, নোমান (৮) পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঁচমারকেন্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে, সালমা আক্তার (২১) বিশকাকুনী গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী, জাহাঙ্গীর মিয়া (৫) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কুল্লাতলী গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং আফিয়া আক্তার (২) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের শশারপাড় গ্রামের ইমরান মিয়ার মেয়ে। 

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, তাসকিন গত শনিবার বিকালে মা-বাবার সঙ্গে পাঁচমারকেন্ডা গ্রামে নানা আমছর আলীর বাড়িতে বেড়াতে যায়। খালাতো ভাই নোমানকে সঙ্গে নিয়ে সে ঘুরতে বের হয়। গতকাল সকালে দেইড়া খালে দুজনের মরদেহ ভাসতে দেখেন স্বজনরা।

অন্যদিকে গতকাল সকালে বাড়ির সামনে পুকুরে পড়ে যান সালমা আক্তার। পরে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে গোসল করতে নামে জাহাঙ্গীর মিয়া। সে পানিতে তলিয়ে যায়। অন্যদিকে বাড়ির পাশে পুকুর থেকে শিশু আফিয়ার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

আরও