লক্ষ্মীপুরে বাসের চাপায় মা-ছেলে নিহত

এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের কাচারি বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

লক্ষ্মীপুরে যাত্রীবাহী দুই বাসের বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে অটোরিকশার সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি-তদন্ত ঝলক মোহন্ত মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের কাচারি বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— জুথি বেগম (২২) ও তার দেড় বছর বয়সী ছেলে শিহাব। দুর্ঘটনায় জুথির স্বামী শরীফ, ভাগ্নে রাজা (২২) ও অটোরিকশা চালক আহত হয়েছেন। নিহত জুথি ও শিহাব সদর উপজেলার শাকচর জব্বার মাস্টার হাট এলাকার কুয়েত প্রবাসী শরীফের স্ত্রী ও ছেলে। জুথির বাবার বাড়ি লাহারকান্দি ইউনিয়নের হাজী মার্কেট এলাকায়।

জুথির পরিবারের সদস্যরা জানান, রাত ১টার দিকে জুথির বুকে ব্যথা শুরু হলে তার স্বামী শরীফ অটোরিকশা নিয়ে হাসপাতালে রওনা হন। অটোরিকশায় জুথি, ছেলে শিহাব ও ভাগ্নে রাজা ছিলেন। কাচারি বাড়ি নামক স্থানে পৌঁছালে মজু চৌধুরী ফেরিঘাট থেকে আসা শাহী পরিবহন নামের একটি বাস জোনাকি পরিবহন নামের অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মা-ছেলে ঘটনাস্থলেই মারা যান। আহত হন অটোরিকশা চালকসহ আরো তিনজন। ঈদ উপলক্ষে ১০-১৫ দিন আগে কুয়েত থেকে দেশে আসেন শরীফ।

ওসি-তদন্ত ঝলক মোহন্ত জানান, দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় শাহী পরিবহন নামের বাসটিকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও