ন্যায়কুঞ্জ উদ্বোধন

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ উদ্বোধন করা হয়েছে।

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ উদ্বোধন করা হয়েছে। প্রধান বিচারপতির পক্ষে গতকাল সকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার প্রধান বিচারপতির পক্ষে বিশ্রামাগারটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার (সাধারণ ও সংস্থাপন শাখা) সিনিয়র সহকারী জজ মো. অলি উল্লাহ, গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত বিচারক মো. শাফি উল্লাহ, জেলা বার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডভোকেট সেকেন্দার আজম আনাম প্রমুখ।

আরও