ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে স্বপন কুমার ভদ্র (৫৫) নামে এক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

ময়মনসিংহে স্বপন কুমার ভদ্র (৫৫) নামে এক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে তারাকান্দা উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়ার টানপাড়ায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্বপন কুমার ভদ্র তারাকান্দা প্রেস ক্লাবের সহসভাপতি ছিলেন। তিনি আগে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বজন পত্রিকার তারাকান্দা উপজেলা প্রতিনিধি ছিলেন। বর্তমানে তিনি কোনো গণমাধ্যমে কর্মরত ছিলেন না। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এলাকার বিভিন্ন ঘটনা ও বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করতেন।

স্বজনের অভিযোগ, লেখালেখির কারণে স্বপন কুমার ভদ্রকে হত্যা করা হয়েছে। বছরখানেক আগেও তার ওপর হামলা হয়েছিল। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল সাগর মিয়া (১৮) নামে এক যুবককে আটক করেছে। সাগর উপজেলার মাঝিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক স্বপন ভদ্র জমি বেচাকেনা করতেন। সকালে সাগরসহ তিন সাংবাদিক স্বপন ভদ্রকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে আনেন। বাড়ি থেকে বের হতেই সাগর তার হাতে কোপ দেয়। এ সময় স্বপন ভদ্র নিজেকে রক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি পড়ে যান। এ সময় সাগর তার ঘাড়ে কোপ দেয়। এতে স্বপন ভদ্র গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও