সংস্কারের পাশাপাশি জনগণের প্রত্যাশা নিয়ে ভাবতে হবে —তারেক রহমান

সংস্কারের পাশাপাশি জনগণকে নিয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন আমরা আলোচনা শুরু করি।

সংস্কারের পাশাপাশি জনগণকে নিয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন আমরা আলোচনা শুরু করি। জনগণের যে প্রত্যাশা ও চাওয়া, তাদের যে মূল লক্ষ্য ও উদ্দেশ্য সেগুলো আমরা কীভাবে বাস্তবায়ন করতে পারি তার সমাধান বের করি।’

গতকাল রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে দেশ মাফিয়ামুক্ত হয়েছে। দিন শেষে আমরা যে বিষয়গুলো নিয়ে রাজনীতি করি, এর মধ্যে সবচেয়ে বড় পুঁজি জনগণকে নিয়ে আগে ভাবতে হবে। তারা কী প্রত্যাশা করছে তা গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন, ‘একটি দেশের ক্ষমতা জনগণের হাতে থাকলে সবকিছুই দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। আমি বোঝাতে চাই, জনগণের দ্বারা নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে দ্রুত যেকোনো সিদ্ধান্ত নেয়া যায়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে। স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে গণতন্ত্রকে ব্যাহত করেছেন অনেকেই।’

তারেক রহমান বলেন, ‘আওয়ামী লীগ একদলীয় বাকশাল প্রতিষ্ঠাসহ বিভিন্নভাবে দেশকে ধ্বংস করেছে। গত সাড়ে ১৫ বছরেও ফ্যাসিস্ট সরকার দেশের সাংবিধানিক সব কাঠামো ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচনী কাঠামো। এ কাঠামোগুলোর মেরামত না করলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সংস্কার প্রস্তাব সবার আগে দিয়েছে বিএনপি। দেশের সংকটকালে আমরা পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে ছিলাম। প্রথমে ২৭ দফা এবং পরবর্তীকালে ৩১ দফা রূপরেখা দিয়েছি। সবই জনগণের জন্য। তাই আগামীতে আমাদের সব কর্মসূচি হবে জনবান্ধব।’

জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান প্রমুখ।

আরও