ভোক্তা অধিকারের মহাপরিচালক

বাজার নিয়ন্ত্রণে দপ্তরগুলোর সমন্বয়হীনতা নেই

বাজার নিয়ন্ত্রণে সরকারি দপ্তরগুলোর মাঝে সমন্বয়হীনতা নেই বলে দাবি করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। গতকাল সকালে রংপুর নগরীর সিটি

বাজার নিয়ন্ত্রণে সরকারি দপ্তরগুলোর মাঝে সমন্বয়হীনতা নেই বলে দাবি করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। গতকাল সকালে রংপুর নগরীর সিটি বাজারে বাজার মনিটরিংয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভোক্তা অধিদপ্তর, বিএসটিআই, জেলা প্রশাসন, পুলিশ, চেম্বার প্রতিনিধি, বাজার মালিক সমিতিসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এতে ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সেই সঙ্গে বাজারে ভেজাল পণ্য বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এএইচএম শফিকুজ্জামান বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য বেড়েছে। তাই আমরা সারা দেশে যৌথ মনিটরিং কার্যক্রম চালাচ্ছি।’

আরও