রংপুরে জিএম কাদের

সীমান্তে সংঘর্ষের ঘটনায় সরকারের অবস্থান অস্পষ্ট

মিয়ানমার সীমান্তে সংঘর্ষের ঘটনায় সরকারের অবস্থান অস্পষ্ট বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘মিয়ানমারের সৈন্যরা দেশে ঢুকে পড়ছে, তাদের ছোড়া গোলাবারুদে দেশের মানুষের প্রাণহানি হচ্ছে। মিয়ানমারের সৈন্যরা দেশে ঢুকে পড়লে সরকারের করণীয় নিয়ে সিদ্ধান্ত থাকতে হবে।’

মিয়ানমার সীমান্তে সংঘর্ষের ঘটনায় সরকারের অবস্থান অস্পষ্ট বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘মিয়ানমারের সৈন্যরা দেশে ঢুকে পড়ছে, তাদের ছোড়া গোলাবারুদে দেশের মানুষের প্রাণহানি হচ্ছে। মিয়ানমারের সৈন্যরা দেশে ঢুকে পড়লে সরকারের করণীয় নিয়ে সিদ্ধান্ত থাকতে হবে।’ 

গতকাল বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জেলা, মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের সমন্বয়ে যৌথ কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘দেশবাসীর কাছে সুস্পষ্টভাবে সরকারকে সেই বক্তব্য তুলে ধরতে হবে। আমরা সীমান্তের গোলাগুলি নিয়ে উদ্বিগ্ন। কূটনৈতিকভাবে এ সমস্যা সমাধান করা উচিত। মিয়ানমারে হঠাৎ যুদ্ধের কারণে বাংলাদেশে ১২ লাখ রোহিঙ্গা এসেছে। এখন যদি নতুন করে আরো মানুষ দেশে ঢুকে পড়ে, তবে নিশ্চিতভাবে সেটি আমাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে। দেশে সমস্যা আরো ব্যাপকভাবে হবে। এজন্য সরকারকে সতর্ক থাকতে হবে।’

আসন্ন রমজানে দ্রব্যমূল্যের দাম প্রসঙ্গে জাপার চেয়ারম্যান বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে পারবে না সরকার। তারা যেসব পদক্ষেপ নিয়েছে তা কার্যকর হচ্ছে না। সঠিক পদক্ষেপ বাস্তবায়ন করতে তারা ব্যর্থ হচ্ছে। তাই রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আমি আশাবাদী নই।’

আরও