মাদারীপুরে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। জেলার সমাদ্দার এলাকায় আজ শনিবার (১৬ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রুবেল ও তার ৮ সহযোগী আজ সকালে রাজধানী ঢাকা থেকে মাইক্রোবাসে করে বরগুনার আমতলীতে একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি একটি তেঁতুল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রুবেলসহ মাইক্রোবাসে থাকা সবাই আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
মোস্তফাপুরের হাইওয়ে পুলিশের এসআই মো. আরব আলী জানিয়েছেন, দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।