নারায়ণগঞ্জে একটি টিনশেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্বামী, স্ত্রী ও সন্তান দগ্ধ হয়েছে। গতকাল ভোরে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতরা হলেন রুনা আক্তার (৪২), তার স্বামী হারুন অর রশিদ (৫০) ও মেয়ে মিম আক্তার (১৭)।
স্বজনরা জানান, শহরের তল্লা এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকে পরিবারটি। সাহরির খাবার গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় রুনা আক্তারের শরীরে। এ সময় পাশের কক্ষ থেকে স্বামী ও মেয়ে আগুন নেভাতে গেলে তারাও দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘রুনা আক্তারের শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বাবা-মেয়ে সামান্য দগ্ধ হয়েছেন। তাদেরও চিকিৎসা চলছে।’
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আরেফিন সিদ্দিকী জানান, ধারণা করা হচ্ছে রান্নাঘরের দরজা জানালা বন্ধ ছিল। এ সময় গ্যাস পুরো ঘরে জমা ছিল। ম্যাচের কাঠি জ্বালালেই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।